jamdani

অস্কারের দৌড়ে নীনা গুপ্তার ‘দ্য লাস্ট কালার

নীনা গুপ্তা অভিনীত জাতীয় পুরষ্কার প্রাপ্ত ছবি ‘দ্য লাস্ট কালার’, ২০২০- অস্কার দৌড়ে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে নিজের। সেলিব্রিটি শেফ বিকাশ খান্নার প্রথম পরিচালিত ছবি ৩৪৪টি ফিচার ফিল্মের মধ্যে সেরা ছবির বিভাগে মনােনীত হয়েছে। বিকাশ খান্না টুইট শেয়ার করে লিখেছেন, ‘২০২০ সাল শুরু করার এর থেকে ভাল রাস্তা কিছু ছিল না। মিরাকেল! ধন্যবাদ সকলকে।

বারাণসীর প্রেক্ষাপটে এক সত্তর বছরের বিধবা নূর (নীনা গুপ্তা) এবং একটি নয় বছরের ছােটি (আকশা সিদ্দিকি)-র সম্পর্কের গল্পই দেখানাে হয় ছবিতে। ডালাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ সম্মানিত হয়েছিল ‘দ্য লাস্ট কালার। এই ছবির আগে অনেক বছরের বিরতির পর সম্প্রতি অসামান্য অভিনয় করেছেন ‘বাধাই হাে’ ছবিতে। আক্ষেপের বিষয় ওনার উচ্চতার অভিনেত্রী মনােমত চরিত্র পাচ্ছেন না। দুর্ভাগ্যজনক ভাবে এমনকি ‘তানাজি’তে শুটিং করার পরও তাকে বাদ দেওয়া হয়েছিল এই হিসেবে, যে অজয় দেবগনের মা হিসেবে তাকে মানাচ্ছিল না। তবে ‘দ্য লাস্ট কালার তাকে এনে দিয়েছে সেরা অভিনেত্রীর তকমা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes