jamdani

অস্কারজয়ী জোকার ভারতীয় টেলিভিশনে সম্প্রচার করা যাবে না

১১টি অস্কারজয়ী সিনেমা জোকার দেখানো হবে না ভারতীয় টেলিভিশনে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এদিন এই ঘোষণা করল। আর এই রায়কে মান্যতা দিল ফিল্ম সার্টিফিকেট অ্যাপালেট ট্রাইবুন্যাল (FCAT)।

 

ডিসি কমিকসের মনস্তাত্ত্বিক এই থ্রিলার গোটা বিশ্বে সাড়া ফেলেছিল। জোয়াকিম ফিনিক্স অভিনীত এই ছবি কুড়িয়েছে প্রশংসাও। আর সেই ছবিই কিনা দেখানো হবে না ভারতীয় টেলিভিশনে।  এর কারণ হিসেবে অবশ্য তাঁরা বলেছেন, এই ছবিতে মাত্রাতিরিক্ত হিংসা দেখানো হয়েছে। যা একটি এ সার্টিফায়েড ছবি। বিচারক মনমোহন সারিন দু- পাতার এক রায়ে স্পষ্ট জানিয়েছেন এই ছবিতে হিংসা রয়েছে প্রচুর, ৫৮টি কাটের পরেও এই ছবির মূলভাবনা স্পষ্ট হয়ে ওঠে। যা ১৮ বছরের কম বয়সীদের সুস্থ বিনোদনের মাধ্যম নয়।

 

উল্লেখ্য যে এই ছবির জন্য সেরা অভিনেতা ও সেরা পরিচালকের অস্কার পুরস্কার পেয়েছেন জোয়াকিম ফিনিক্স এবং টড ফিলিপস। টেলিভিশনে সম্প্রচারিত না হলেও ওটিটি প্ল্যাটফর্মে সহজেই এই ছবি দেখে ফেলতে পারবেন ভারতীয় দর্শকরা। ভারতে ওটিটিতে এই ছবির সম্প্রচার স্বত্ত রয়েছে আমাজন প্রাইমের কাছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes