jamdani

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক, বয়সের ফারাক নিয়ে জবাব দিলেন মালাইকা

প্রকাশ্যে এই জুটির সম্পর্কের কথা আসতেই শুরু হয়েছিল ফিসফাস, ট্রোল। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের নিয়ে অনেক ট্রোলিং চলে। তাঁরা হলেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকে নিয়ে। কারণ তাঁদের দুজনের মধ্যে বয়সের অনেক ফারাক। অর্জুন কাপুরের থেকে ১২ বছরের বড়ো তিনি। মালাইকার বয়স যেখানে ৪৭, অর্জুনের বয়স ৩৫। তবে এরা কেউই বয়সের ফারাককে পাত্তা দেননি কোনওদিনই। নেটিজেনরা অনেকেই অর্জুনকে সুযোগসন্ধানী বলতেও ছাড়েননি। কিন্তু এতদিন তাঁদের নিয়ে হয়ে চলা ট্রোলের কোনও জবাব দেননি কেউই। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা ট্রোলারদের দিলেন জবাব।

স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ভালোবাসার কাছে বয়স, ধর্ম কোনওটাই কোনও ব্যাপার নয়, ভালোবাসা হয় হৃদয় থেকে, বয়স দেখে নয়। এখানেই থেমে থাকেননি তিনি। তিনি আরও বলেন, যদি একজন বয়স্ক পুরুষ তার থেকে ছোট মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, সেইসময় কোনও কথা শোনা যায় না। সেখানেই একজন মহিলার বয়স যেই পুরুষের থেকে বেশি হয় তখনই সকলে তেড়ে আসেন। শুরু হয়ে যায় নীতি পুলিশের দাপট। আমার কিছু যায় আসে না। মালাইকা আরও জানান তাঁর ও অর্জুনের সম্পর্কের ব্যাপারটি ছেলে আরহানও মেনে নিয়েছেন। মালাইকার কথায়,তাঁর ছেলেকে তিনি নিজের চিন্তাধারা সততার সঙ্গে বোঝাতে পেরেছে বলেই সে বুঝেছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes