jamdani

অবাক পৃথিবীর Mashroom House

মাশরুমের কত গুণ। ফুড ভ্যালুর দিক থেকে বিশ্বে তার বেশ সুখ্যাতিই আছে। আবার তার গঠনগত দিক থেকে বিচার করলে তাও বেশ মজার। গোলাকৃতি ব্যাঙের ছাতার মতো দেখতে খাদ্যবস্তুটি বিভিন্ন ব্যঙ্গচিত্রেও নিজের জায়গা করে নিয়েছে সগৌরবে। একবার ভাবুন না রঙিন একটি ছাতার নীচে আপনি আশ্রয় নিয়েছেন। চোখ বন্ধ করে এই দৃশ্য পরিকল্পনা করলে আপনি কিন্তু মাশরুমই দেখতে পাবেন। যাক গে, আর কৌতুহল বাড়িয়ে লাভ নেই। এবার সরাসরিই বলি, ছোট্ট গোল ছাতার নীচে নয়, আপনি চিলে প্রবেশ করতে পারেন মাশরুমের ভিতরেও। অ্যামেজিং হাউসে তাই আপনাদের হদিশ দেওয়া হল এমনই এক মাশরুম বাড়ি।
১৯৭০ সালে নিউইয়র্কে এই মাশরুম হাউস তৈরি করেন দুই শিল্পী দম্পতি রবার্ট এবং মার্গারেট আস্তেল। দু’বছর ধরে চলে এই বাড়ির সাধারণ নির্মাণ কাজ। নিউইয়র্কের বিখ্যাত স্কাল্পচার আর্টিস্ট এই দম্পতির উদ্দেশ্য ছিল একেবারে অন্যরকম চিন্তাধারার একটি বাড়ি প্রস্তুত করার। তাঁরা মাশরুমের গঠন নিয়েই বাড়ি তৈরি করবেন বলে স্থির করেন। যেমন ভাবনা তেমনই কাজ। নিউইয়র্ক শহরের বুকে গাছগাছালিতে ভরা সবুজ ঘন একটি জায়গা তাঁরা নির্বাচন করেন মাশরুম হাউস তৈরির জন্য। ১৯৮৯ সালে নিখুঁত সৌন্দর্যায়নে বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়। ৪ হাজার ১৬৮ বর্গ মিটার জায়গায় তিনটি বেডরুম এবং তিনটি বাথরুম, সঙ্গে ব্যালকনি এবং কিচেন রয়েছে এই মাশরুম হাউসে।
বাড়িটিকে ঝাঁ চকচকে এবং আরও নজরকাড়া করে তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৯ হাজার সেরামিক টাইলস। শিল্পী দম্পতি তাঁদের সাধের বাড়িটি বিক্রি করেন ১৯৯৬ সালে। এবং বাড়িটি তৃতীয়বার হাতবদল হয় ১৯৯৯ সালে। ২০০১-২০০২ সাল পর্যন্ত বাড়িটিকে আরও সুন্দর করে পুননির্মাণ করা হয়। ব্যবহার করা হয় গ্লাস মোজাইক এবং ফাইবার অপটিকস-এ। চতুর্থ বারের জন্যও বাড়িটি হাতবদল হতে পারে যদি তা কেনার জন্য আপনি রাজি থাকেন। বর্তমানে বাড়িটির দাম ১.৫ মিলিয়ন ডলার। তাই পকেটে উল্লেখ্য রেস্ত থাকলে ভ্রু কুঁচকে চিন্তা না করে কিনেই ফেলুন বিদেশের বুকে মাশরুম বাড়ি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes