jamdani

অবশেষে হার মানলেন অভিনয় জগতের প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে থেমে গেলো বাঙালির প্রিয় ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনরথ। ৮৬ বছরে এসে থেমে গেল অভিনেতার জীবন। টানা ৪০ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন।

ব্যর্থ হলো ডাক্তারদের সমস্ত প্রচেষ্টা। বেলভিউ নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন করোনায় আক্রান্ত হয়ে। তারপর থেকেই চলছিল যম মানুষে টানাটানি। একটা সময় ক্যানসারেও আক্রান্ত ছিলেন। ফলে অসুস্থতা ছিল আগে থেকেই। যার ফলে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। হাসপাতাল সূত্রে খবর, মাল্টিওর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে গিয়েছিল অভিনেতার। যা চিকিৎসকদের হাতের বাইরে চলে গিয়েছিল।

প্রায় সাত দশকের দীর্ঘ ফিল্ম-কেরিয়ার সৌমিত্রের। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। নাট্যশিল্পী হিসেবেও তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। কর্মজীবন শুরু হয়েছিল আকাশবাণীতে ঘোষক হিসেবে। পরে বাচিক শিল্পী হিসেবেও তিনি ছাপ রাখেন। তাঁর ভরাট কণ্ঠে রবীন্দ্রকবিতা বা জীবনানন্দ আচ্ছন্ন করে কবিতারসিক বাঙালিকে। কবিতা আবৃত্তি শুধু নয়, নিজে কবিতা রচনাও করেছেন তিনি। করেছেন পত্রিকা সম্পাদনার কাজ। তবে তিনি মূলত অভিনেতাই। বাঙালির অন্যতম প্রিয় নায়ক। উত্তমকুমারের প্রতিস্পর্ধী এক অভিনেতা। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল একটা যুগ।

আপামর বাঙালি জাতির এক কালো দিন। বাঙালি মনে রাখবে যতদিন অভিনয় জগত টিকে থাকবে। মনে রাখবে ফেলুদাকে, মনে রাখবে তাঁর ভরাট কণ্ঠস্বরকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes