jamdani

অন্ধকারের কবলে আরও একবার বলিউড জগৎ

একের পর এক খারাপ খবর, কিছুতেই যেন পিছু ছাড়ছে না বলিউড ইন্ডাস্ট্রিরমুন্না ভাই এমবিবিএস খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ধরা পড়ল ক্যানসার। সূত্রের খবর ক্যানসার থার্ড স্টেজে পৌঁছে গিয়েছেন অভিনেতা। পরিবারের তরফ। থেকে জানানাে হয়েছে, চিকিৎসার জন্য খুব শীঘ্রই তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইযের লীলাবতী হাসপাতালে ভর্তি করানাে হয় বছর ৬১-র এই অভিনেতাকে। প্রথমে মনে করা হয় করােনার কারণে তাঁর শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু করােনা টেস্ট নেগেটিভ আসে। তারপর এদিনই প্রকাশ্যে এল ক্যানসারের কথা। 

শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। করােনা টেস্ট নেগেটিভ আসে ও সেই সঙ্গে তিনি কিছুটা সুস্থ বােধ করলে সােমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর পর গতকাল, মঙ্গলবার অভিনেতা নিজেই সােশ্যাল মিডিয়ায় লেখেন, কিছু চিকিৎসার কারণে কাজ থেকে আপাতত সামান্য বিরতি নিচ্ছেন। পরিবার, বন্ধুরা সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। দ্রুত তিনি আবার কাজে ফিরবেন। 

কিন্তু সেই পােস্টের কয়েক ঘণ্টা পরেই সামনে এল ক্যানসারের কথা। নেটিজেনরা উদ্বিগ্ন এহেন খবরে। 

তথ্যসূত্র – টুইটার 

https://twitter.com/duttsanjay/status/1293142626850336775?s=20

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes