jamdani

অতিমারীর সময়ে সাহসী পদক্ষেপ “একলা চলাে রে” ক্যাম্পেন

Tata Structura আর sVF এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে একলা চলাে রে” সূচনা। বহু বাধা পেরিয়ে প্যারা-অ্যাথলিটরা জীবনে সাফল্য অর্জন করেছেন। প্যারা-অ্যাথলিটদের অসীম সাহসকে সম্মান জানাতে এই ক্যাম্পেনের উদ্যোগ। 

উদ্যোক্তারা জানান, মূলত স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলাে রে’ গানটি আজও প্রাসঙ্গিক, বিশেষ করে এই কঠিন সময়ে দাঁড়িযে। অনুপম রায়ের কণ্ঠে ও সুরে সঙ্গীত ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে সাইক্লিং, সাঁতার, দৌড়, ফুটবল এবং অন্যান্য খেলার দুন্যিার শীর্ষস্থানীয় প্যারা-অ্যাথলিটরা রয়েছেন। যারা জীবনে বহু বাঁধার সম্মুখীন হযেও। সাফল্য অর্জন করেছেন। প্যারা- অ্যাথলিটদের অশেষ সাহসকে সম্মান জানিয়ে তৈরি গানের ভিডিওটির লক্ষ্য, অন্যদের উৎসাহিত করে তােলা। যাতে তাঁরা কখনাে তাঁদের স্বপ্নকে, তাঁদের লক্ষ্যকে ছেড়ে না দেন। টাটা স্টিলের চিফ অব মার্কেটিং অ্যান্ড সেলস (টিউবস) প্রবীণ শ্রীবাস্তব বলেন, “মহামারির সময়ে প্রত্যেককেই অনুপ্রাণিত করা প্রযােজন, যাতে কেউ কখনও তাঁদের স্বপ্ন থেকে সরে না যান। উল্টে সময়ের সঙ্গে সামনের দিকে এগিয়ে চলেন। আমরা আশা করি যে এই মিউজিক ভিডিযােটি সবার মধ্যে স্বপ্ন রষ্কার সেই স্ফুলিঙ্গ জ্বালিয়ে তুলবে”। এসভিএফ ব্র্যান্ডের প্রধান অরিন্দম বিশ্বাস বলেন, “আমরা এই প্যারা-অ্যাথলিটদের প্রবল পরাক্রমতার সঙ্গে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উঁচু করে এগিয়ে চলার । উদাহরণ প্রদর্শনের মাধ্যমে সমাজে আত্মনির্ভরশীলতা, স্বনির্ভরতার ধারণা গড়ে তুলতে চাই। আমরা তাঁদের জীবনের ঘটনাগুলি সবার নজরে আনতে চাই যা আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে, তা সে যত কঠিন পরিস্থিতিই হােক না কেন। ” 

অনুপম রায় জানান, “এই গানটি তাঁকে ছােটবেলা থেকে সেলফ কনফিডেন্ট বাড়াতে সাহায্য করেছে। এসভিএফ ব্র্যান্ড আর টাটা স্ট্রাকচুরার এই ভেঞ্চার-এ কাজ করতে পেরে খুব ভালাে লেগেছে।”

সূত্র :অদ্বিতীয়া ওয়েব ডেস্ক 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes